বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘অনেকে এটাকে দুপক্ষের সংঘর্ষ বলছেন। কিন্তু তা নয়। বরং সাদপন্থীরা আমাদের হতাহত করেছে। এই হত্যায় জড়িতদের আজকের মধ্যেই গ্রেপ্তার করতে হবে।’
তাবলীগ জামাতের সাদপন্থীদের ইজতেমার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। এছাড়া সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মামুনুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জোবায়েরপন্থীরা কোনো বিশৃঙ্খলা চায় না। অনেকে এটাকে দুপক্ষের সংঘর্ষ বলছেন। কিন্তু তা নয়। বরং সাদপন্থীরা আমাদের হতাহত করেছে। এই হত্যায় জড়িতদের আজকের মধ্যেই গ্রেপ্তার করতে হবে।’