বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে রেললাইন অবরোধ করার প্রায় আড়াই ঘণ্টা পর সরে গেছেন রেলওয়ের অস্থায়ী কর্মীরা। এর ফলে কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার বেলা পৌনে ১১টা থেকে কাওরানবাজার এলাকায় রেললাইন অবরোধ করেন রাখেন রেলওয়ের কর্মচারীরা।
অস্থায়ী এসব কর্মী (টিএলআর) দৈনিক কাজের ভিত্তিতে রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকারসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত।
ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, অস্থায়ী শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বেলা পৌনে ১১টা থেকে কারওয়ান বাজারে রেলপথ অবরোধ করলে সারা দেশের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দুপুর ১২টা ৫০ মিনিটে তারা অবরোধ তুলে দিলে রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে, বকেয়া বেতনের দাবিতে এই অস্থায়ী কর্মীরা এর আগে ২৫ মার্চ বিক্ষোভ করেন।