লালপুর থানার ওসি নুরুজ্জামান রাজু জানান, রাতে দোকান বন্ধ করে সাইফুল ইসলাম বাড়ির দিকে রওনা হন। বাড়ির সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান।
নাটোরের লালপুরে সাইফুল ইসলাম নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বামন গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল একই গ্রামের এবাদ মুন্সির ছেলে।
লালপুর থানার ওসি নুরুজ্জামান রাজু জানান, রাতে দোকান বন্ধ করে সাইফুল ইসলাম বাড়ির দিকে রওনা হন। পরে বাড়ির সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।