বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মংডু আরাকান আর্মির নিয়ন্ত্রণে, নাফ নদে নিষেধাজ্ঞা

  • প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)   
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ১৯:৪৫

টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ‘আমরা জানতে পেরেছি যে আরাকান আর্মি টেকনাফ বর্ডার সংলগ্ন সেদেশের সীমান্ত এলাকাটি পুরোপুরি দখলে নিয়েছে। গতকাল থেকে আরাকান আর্মি নাফ নদে সেদেশের জলসীমায় সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে মংডু শহরও পুরোপুরি দখলে নিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দেশটির সামরিক বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধের ধারাবাহিকতায় রোববার মংডুতে বর্ডার গার্ড পুলিশ ডিভিশনের (নাখাখা-৫) শেষ পোস্টটিও হাতছাড়া হয়ে গেছে সামরিক জান্তার।

আরাাকান আর্মির পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটা দাবি করে নাফ নদে আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা হয়েছে, কেউ যাতে নাফ নদ অতিক্রম করতে না পারে সেজন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এদিকে বাংলাদেশি জেলে নৌকাসহ কোনো ধরনের নৌযান নাফ নদের ওদিকে না যাওয়ার জন্য সতর্ক করে মাইকিং করা হয়েছে বলে স্বীকার করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

ইউএনও বলেন, ‘টেকনাফ সংলগ্ন সীমান্তের ওপারে গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধ-সংঘাত চলছে। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে আরাকান আর্মি টেকনাফ বর্ডার সংলগ্ন সেদেশের সীমান্ত এলাকাটি পুরোপুরি দখলে নিয়েছে।’

তিনি বলেন, ‘গতকাল (রোববার) থেকে আরাকান আর্মি নাফ নদে সেদেশের জলসীমায় সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। তাই আমরাও টেকনাফের ফিশিং ট্রলার মালিকদেরকে অবগত করেছি, নাফ নদ সীমান্ত এ মুহূর্তে অতি ঝুঁকিপূর্ণ। তাই সেখানে কোনো ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের জোরদার টহল রয়েছে।’

অন্যদিকে আরাকান আর্মির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল (রোববার) সকালে আরাকান আর্মি সফলভাবে আরাকান রাজ্যের মংডু অঞ্চলে অবস্থিত সন্ত্রাসী ফ্যাসিবাদী সামরিক জান্তার বর্ডার গার্ড পুলিশ ডিভিশন (নাখাখা-৫)-এর শেষ পোস্টটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

‘সন্ত্রাসী ফ্যাসিবাদী সামরিক জান্তার সশস্ত্র সদস্যরা, যারা তাদের মিত্র দলগুলোর সঙ্গে মিলে, যাদের মধ্যে ইসলামী চরমপন্থী সশস্ত্র দল আরএসও, আরএসএ এবং এআরএ রয়েছে, তাদের মধ্যে কিছু সদস্য সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। তারা এখনও এলাকায় লুকিয়ে আছে। এই অস্ত্রধারীরা অপরাধমূলক কার্যক্রমে জড়িত রয়েছে।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘নাখাখা-৫ এলাকা থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী জান্তার সদস্যসহ আরএসও, আরএসএ, এআরএ এবং অন্যান্য সশস্ত্র গ্রুপ নৌযান ব্যবহার করে নাফ নদ দিয়ে বাংলাদেশ-আরাকান সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে।

‘অতএব, সামরিক প্রয়োজনীয়তা এবং জননিরাপত্তায় নাফ নদে (আরাকান অঞ্চল) ৮ ডিসেম্বর বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল স্থগিতের ঘোষণা দেয়া হলো।’

বাংলাদেশ কোস্ট গার্ডের চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সোয়াইব বিকাশ বলেন, নাফ নদের মিয়ানমার অংশে আরাকান আর্মি নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি জেনেছি। বাংলাদেশ জলসীমানায় আমরা কাউকে ঢুকতে দেব না। সেটা যে পক্ষই হোক না কেন। জালিয়ার দ্বীপ-সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত নাফনদ-সাগরে আমাদের টহল জোরদার রয়েছে। পাশাপাশি জেলেদের জলসীমা অতিক্রম না করতে বলা হচ্ছে।’

রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানান টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিকনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ। তিনি বলেন, ‘সীমান্তে যেকোনো রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ ও নিরাপত্তায় নাফ নদের পাশাপাশি স্থলভাগে বিজিবির সদস্যরা তৎপর রয়েছেন। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

টেকনাফে আতঙ্ক

এদিকে টেকনাফ সীমান্তে বসবাসকারীরা বলছেন, গত কয়েকদিন ধরে রাখাইন মংডুতে চলমান যুদ্ধের তীব্রতা ব্যাপক আকার ধারণ করেছে। ওপারে গোলাগুলির শব্দে আতঙ্কের মধ্যে রয়েছেন তারা।

রাখাইনের অধিকাংশ এলাকা আরাকান আর্মির দখলে ছিল। তবে মংডু শহরের কিছু অংশ জান্তা সরকারের নিয়ন্ত্রণে ছিল। সেসব জায়গার দখল নিতে যুদ্ধ চলছিল দু’পক্ষে। ইতোমধ্যে সেটিও আরাকান আর্মি দখলে নিয়েছে বলে শোনা যাচ্ছে।

টেকনাফ সীমান্তের বাসিন্দা মোহাম্মদ কাদের বলেন, ‘মংডু শহরও এখন আরাকান আর্মি দখলে নিয়েছে বলে শুনেছি। এছাড়া জেলেদের ওপার সীমান্তে না যাওয়ার জন্য বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে।’

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির সভাপতি মোহাম্মদ জোবায়ের বলেন, ‘আমরাও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছি যে আরাকান আর্মি মংডু শহরও দখলে নিয়েছে। তবে এ নিয়ে আমরা খুব চিন্তিত। কেননা এবার আরাকান আর্মি সেদেশে থাকা রোহিঙ্গাদের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধের কথা বলে বিতাড়িত করার শঙ্কা রয়েছে। কেননা কোনো পক্ষই রোহিঙ্গাদের জাতি হিসেবে স্বৃকিতি দেয়নি।’

এ বিভাগের আরো খবর