বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশের আধা ইঞ্চি জায়গাও ছাড়ব না: ভারতকে জামায়াতের আমির

  • প্রতিনিধি, কুমিল্লা    
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ১৬:১১

ভারতের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আমাদের দেশের এক ইঞ্চি কেন, আধা ইঞ্চি জায়গাও ছেড়ে দেব না। এ দেশে কোনো সাম্প্রদায়িক বিভাজন নেই।’

বাংলাদেশের আধা ইঞ্চি মাটিও ছেড়ে দেয়া হবে না বলে ভারতকে সতর্কবার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

কুমিল্লার টাউন হলে শুক্রবার সকালে কর্মী সম্মেলনে তিনি এ বার্তা দেন।

জামায়াতের আমির বলেন, ‘দেশে সংস্কারের প্রয়োজন আছে, তবে সংস্কারের গতি বাড়িয়ে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেন।’

তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, বিজিবিকে সীমান্তের চৌকিদার বানিয়েছে। আমাদের বহু নেতা-কর্মীকে হত্যা করেছে।

‘আমরা প্রতিশোধ নেব না, তবে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিচার করতে হবে।’

ভারতের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আমাদের দেশের এক ইঞ্চি কেন, আধা ইঞ্চি জায়গাও ছেড়ে দেব না। এ দেশে কোনো সাম্প্রদায়িক বিভাজন নেই।

‘স্বৈরাচার সরকার ও মইন উদ্দিন ও ফখরুদ্দীনরা মিলে সাড়ে ১৭ বছর শ্বাসরুদ্ধকর সময় পার করেছে। এ দেশের মানুষ আর সেই দিনগুলোতে ফিরে যেতে চায় না।’

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কী করবে জানিয়ে দলটির আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান হবে না, ভালো একটা বাংলাদেশ হবে। নারীদের ঘরে বন্দি রাখার অধিকার আমাদের নেই। তাদের পেশাদারির কাজ আছে, বাহিরে যেতে হবে।

‘ইসলাম নারীকে সম্মান দিয়েছে। তা বাংলাদেশ জামায়াতে ইসলামী রক্ষা করবে। জনগণের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’

কুমিল্লা বিভাগের দাবি ও কুমিল্লা বিমানবন্দর নিয়ে শফিকুর রহমান বলেন, ‘কুমিল্লা বিভাগ কুমিল্লাবাসীর নায্য দাবি। এ দাবি না মানাও জুলুম ছিল।’

ওই সময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। পাশাপাশি কুমিল্লা বিমানবন্দর চালুরও দাবি জানান।

এ বিভাগের আরো খবর