কক্সবাজারের টেকনাফে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যে জামিন পেয়েছে ভুক্তভোগী কিশোর।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান।
‘স্কুলছাত্রকে ঘুম থেকে তুলে নিয়ে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ’ শিরোনামে গত ১ ডিসেম্বর নিউজবাংলায় প্রতিবেদন প্রকাশ হয়। এটিসহ ওই ছাত্রকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন বুধবার সকালে আদালতে তুলে ধরেন।
প্রতিবেদন পাওয়ার পর আদালত রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে খোঁজ নিতে বলে দুপুরে শুনানির জন্য রাখে। এর মধ্যে আইন ও সালিশ কেন্দ্র গতকাল ওই রিট করে, যা বিকেলে সম্পূরক কার্যতালিকায় ওঠে। এরপর কিশোরটির জামিনের তথ্য আজ সকালে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ।
রিটটি আগামী রোববার কার্যতালিকায় আসবে।
এদিকে গ্রেপ্তারের ঘটনায় অধিকতর তদন্ত করে ব্যবস্থা নিতে কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি।
চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।