নওগাঁর মহাদেবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।
অন্যদিকে জেলা শহরের পল্লী বিদ্যুতের সামনে পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন এক পথচারী।
মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় মঙ্গলবার ভোরে ও শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে সকাল সাড়ে ৯টার দিকে দুটি দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনায় প্রাণ হারানো দুজনের মধ্যে ট্রাকচালকের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের সামছুল আলমের ছেলে সুমন মিয়া (৪০)।
হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে পল্লী বিদ্যুতের সামনে নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫), যিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের প্রয়াত কুদরত প্রামাণিকের ছেলে।
নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, রাতে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক ও হেলপার নিহত হন।
তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের মধ্যে চালকের নাম পরিচয় পাওয়া গেলেও হেলপারের পরিচয় পাওয়া যায়নি। তার নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, ‘সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এ সময় নওগাঁ শহর অভিমুখী দ্রুতগতিতে আসা একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়।
‘ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক পিআকআপটি আটকে দিলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।’