বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়কের পাশে ফেলে রাখা নবজাতক উদ্ধার

  • প্রতিনিধি, বাগেরহাট   
  • ১ ডিসেম্বর, ২০২৪ ১৭:১৩

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, ‘অজ্ঞাত একটি নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসেন। নবজাতকটির ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বাগেরহাটে সড়কের পাশে বাজারের ব্যাগে ফেলে রাখা একটি ছেলে নবজাতক উদ্ধার হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে।

নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে।

স্থানীয়রা জানান, রাতে চুনাখোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী বাজারের ব্যাগ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে সংবাদ দিলে নাজমা নামক এক নারী গিয়ে ব্যাগটিতে একটি নবজাতক দেখতে পান।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী বলেন, ‘সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানতে পারি যে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি অজ্ঞাত নবজাতক পাওয়া গেছে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে। পরবর্তীতে করণীয় বিষয়ে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।’

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, ‘অজ্ঞাত একটি নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসেন। নবজাতকটির ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর