রাজধানীর বনশ্রীর মেরাদিয়া খালে আলিফ পরিবহনের একটি বাস খালে উল্টে পড়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহমুদ বলেন, ‘এই দুর্ঘটনায় ৫-৭ জন সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানতে পেরেছি। তবে এই দুর্ঘটনায় প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।’
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, খাল থেকে বাসটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। খাল থেকে বাসটি উদ্ধারের পর বিস্তারিত তথ্য জানানো যাবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।