বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুবর্ণাকে বিমানবন্দরে আটকে দিল পুলিশ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩০ নভেম্বর, ২০২৪ ২০:৩৭

সুবর্ণা মুস্তাফা স্বামীসহ ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ফিরিয়ে দেয়। তবে তাদেরকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি।

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। যাত্রী হিসেবে সঙ্গে থাকা তার স্বামী বদরুল আনাম সাউদকেও দেশ ছাড়তে দেয়া হয়নি।

সূত্র জানায়, সুবর্ণা মুস্তাফা স্বামীসহ ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ফিরিয়ে দেয়। তবে তাদেরকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সুবর্ণা মুস্তাফার। সেজন্য সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। একপর্যায়ে তিনি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডিং গেটের দিকে এগিয়ে যান।

পরে একটি গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন পুলিশকে জানায়, দেশত্যাগের নিষেধাজ্ঞার অনানুষ্ঠানিক তালিকায় সুবর্ণার নাম রয়েছে। এরপর বোর্ডিং গেট এলাকা থেকে সুবর্ণার বহির্গমন সিল বাতিল করে তাদেরকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়।

প্রসঙ্গত, সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪ এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি।

এ বিভাগের আরো খবর