বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, দলটির মহাসচিবের সঙ্গে আছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে শনিবার সকাল আটটা ২৫ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, বিএনপির মহাসচিবের সঙ্গে আছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।