মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে পড়ে ছিল এক তরুণীর মরদেহ।
শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে শনিবার সকাল আটটার দিকে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এ প্রতিবেদন লেখার সময় পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে মরদেহের পাশে থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। কে বা কারা ওই নারীকে গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হবে। আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে।