মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আব্দুর রহিম ও সাফানা আক্তার নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এই দুই ভাইবোনের বয়স যথাক্রমে তিন ও চার বছর।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশু দুটি ওই গ্রামের সারোয়ার হোসেনের ছেলে-মেয়েৱ।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার সময় শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন ওদের না পেয়ে খুঁজতে থাকেন। পরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসী। উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক আশকুল ইসলাম ঘটনার নিশ্চিত করেছেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।