বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেকনাফে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত শুরু

  • প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)    
  • ২৮ নভেম্বর, ২০২৪ ১৪:৩১

তদন্ত প্রসঙ্গে কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া বলেন, ‘প্রাথমিক তদন্তে কিছু সত্য পরিলক্ষিত হয়েছে। তিন ছাত্রী ও তাদের অভিভাবক থেকে লিখিত বক্তব্য পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। ঘটনা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।’

কক্সবাজারের টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

তদন্ত কমিটি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে।

আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শাহিন মিয়া।

গত ২৫ নভেম্বর ‘টেকনাফে স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে নিউজবাংলায় সংবাদ প্রকাশ হয়। এরই পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাজ্জাদকে আহ্বায়ক করে এক সদস্যের কমিটি গঠন করা হয়।

এ কমিটি বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে গোপন ও প্রকাশ্যে অভিযুক্ত প্রধান শিক্ষক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিযোগকারী তিন ছাত্রী ও অভিভাবকের সাক্ষ্য গ্রহণ করে।

তদন্ত প্রসঙ্গে কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া বলেন, ‘প্রাথমিক তদন্তে কিছু সত্য পরিলক্ষিত হয়েছে। তিন ছাত্রী ও তাদের অভিভাবক থেকে লিখিত বক্তব্য পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। ঘটনা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।’

শিক্ষক আলী আকবর সাজ্জাদ চতুর্থ শ্রেণির তিন ছাত্রীকে প্রায় সময়ই বিভিন্ন অজুহাতে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন বলে অভিযোগ করে ছাত্রীরা।

শিক্ষকের আচরণের কারণে লজ্জাবোধ করে কান্নায় মানসিকভাবে ভেঙে পড়ে ছাত্রীরা। তারা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

অভিযোগ আছে, গত বছর ওই শিক্ষকের হাতে যৌন হয়রানির শিকার হয়েছিল আরেক শিক্ষার্থী। সে সময় রাজনৈতিক শক্তি ব্যবহার করে বিষয়টি ধামাচাপা দেন তিনি।

তিন ছাত্রীর পরিবার প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

এ বিভাগের আরো খবর