বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঠাকুরগাঁওয়ে মুরগির বাচ্চা সংকট নিরসন চান প্রান্তিক খামারিরা

  • প্রতিনিধি, ঠাকুরগাঁও     
  • ২৬ নভেম্বর, ২০২৪ ১৭:২৩

সংগঠনটির সহসভাপতি আশরাফুল ইসলাম বলেন, ‘ভোক্তা পর্যায়ে মাংসের সহজ সমাধান করতে হলে খামারিদের সুবিধা দিতে হবে। তার আগে অবৈধ সিন্ডিকেট ভাঙতে হবে সরকারকে। কেননা একটি মুরগির বাচ্চার উৎপাদন খরচ ১৮ থেকে ২০ টাকার বেশি নয়, কিন্তু প্রান্তিক খামারিদের কাছে এ সিন্ডিকেট একেকটি বাচ্চা বিক্রি করে ৬০ থেকে ৭০ টাকায়। এতে করে মাংস উৎপাদন খরচ বেশি হয়ে যায় এবং অনেক খামারি খরচ সামাল দিতে না পেরে খামার বন্ধ রেখেছে।’

ঠাকুরগাঁওয়ে মুরগির বাচ্চার সংকট সমাধান, ফিড ও মুরগির বাচ্চার ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মুরগির বাচ্চার দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছেন প্রান্তিক খামারিরা।

শহরের চৌরাস্তায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকেবাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বিপিএর সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘অসাধু সিন্ডিকেটের কারণে আমাদের প্রান্তিক খামারিদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাংলাদেশের বড় বড় কোম্পানি কৃত্রিম সংকট তৈরি করে মুরগির বাচ্চার উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ দামে প্রান্তিক খামারিদের কাছে বিক্রি করছে। একই অবস্থা তারা ফিডেও প্রভাব ফেলছে।

‘এতে করে প্রান্তিক খামারিদের মাংস উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং ভোক্তা পর্যায়ে অসনীয় দাম বেড়ে এর প্রভাব ভোক্তাদের ওপর পড়ছে। আমরা এ সিন্ডিকেট ভাঙতে সরকারের হস্তক্ষেপ চাই, যাতে সহজে আমরা খামারিরা উৎপাদনে ফিরতে পারি এবং জনগণের জন্য মাংস উৎপাদন করতে পারি।’

সংগঠনটির সহসভাপতি আশরাফুল ইসলাম বলেন, ‘ভোক্তা পর্যায়ে মাংসের সহজ সমাধান করতে হলে খামারিদের সুবিধা দিতে হবে। তার আগে অবৈধ সিন্ডিকেট ভাঙতে হবে সরকারকে। কেননা একটি মুরগির বাচ্চার উৎপাদন খরচ ১৮ থেকে ২০ টাকার বেশি নয়, কিন্তু প্রান্তিক খামারিদের কাছে এ সিন্ডিকেট একেকটি বাচ্চা বিক্রি করে ৬০ থেকে ৭০ টাকায়।

‘এতে করে মাংস উৎপাদন খরচ বেশি হয়ে যায় এবং অনেক খামারি খরচ সামাল দিতে না পেরে খামার বন্ধ রেখেছে। আমরা সরকারের সহযোগিতা চাই, যাতে আমাদের সহজ ‍ঋণ সুবিধা দেয়া হয় এবং সিন্ডিকেট ভেঙে দাম নির্ধারণ করে খামারিদের উৎপাদনে ফেরানো যায়।’

মানববন্ধনে সংগঠনের অন্যান্য নেতা এবং সাধারণ খামারিরা বক্তব্য দেন। পরে তারা একটি স্মারকলিপি দেন।

এ বিভাগের আরো খবর