মাদারীপুরে দুই হত্যা মামলায় রোববার সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজিদ উল হাসান চৌধুরী।
দুপুর সাড়ে ১২টার দিকে এ দুই আসামির উপস্থিতিতে জামিন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুর পৌর শহরের লেকপাড়ে ত্রিমুখী সংঘর্ষে দীপ্ত দে নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ছাড়া সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছাড়ায় যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে তাওহীদ সন্ন্যামাত নামে আরেক যুবক নিহত হন।
এ দুই ঘটনায় আলাদা দুটি মামলা হয়। সেখানে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি আবদুস সোবহান গোলাপকে আসামি করা হয়। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আজ বেলা ১১টার দিকে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী, কিন্তু বিচারক শুনানি শেষে তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে দুজনকে মাদারীপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালতে শাজাহান খান ও ড. গোলাপের সমর্থকরা জড়ো হয়ে তাদের মুক্তির দাবিতে স্লোগান দেন। এ কারণে পুলিশকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয়।
এ ঘটনায় সরকারপক্ষের কৌঁসুলি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
আসামিপক্ষের আইনজীবী বাবুল আখতার বলেন, দুই হত্যা মামলায় সাবেক দুই এমপির জামিন চাওয়া হয়, কিন্তু আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন।