ফায়ার সার্ভিস জানায়, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাহিনীর পাঁচটি ইউনিট। আগুন ভয়াবহ না হলেও অনেক ধোঁয়া থাকায় নির্বাপণে বিলম্ব হচ্ছে।
রাজধানীর ফার্মগেটের মানসী প্লাজায় শনিবার আগুন ধরার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাহিনীটির মিডিয়া সেল জানায়, সাত তলা ভবনের বেজমেন্টে পুরাতন মালামালে সকাল ৯টা ২০ মিনিটে আগুন ধরার খবর আসে। এর ভিত্তিতে সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস জানায়, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাহিনীর পাঁচটি ইউনিট। আগুন ভয়াবহ না হলেও অনেক ধোঁয়া থাকায় নির্বাপণে বিলম্ব হচ্ছে।
আগুনে এখন পর্যন্ত কোনো হতাহত নেই বলেও জানায় বাহিনীটি।