রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে আটকা পড়েছে দুটি ট্রেন। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
চালকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার খরব পাওয়া গেছে।
বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে দেয়া রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশনা প্রত্যাহার করতে হবে। নইলে দাবি আদায়ের আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুন নাহার জানান, ব্যাটারিচালিত রিকশাচালকরা জুরাইন এলাকায় রেললাইন দখল করে অবরোধ কর্মসূচি পালন করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা জুরাইন এলাকায় আজ বেলা ১১টার দিকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেন। ফলে ১১টা থেকে ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারছে না।
‘এ অবস্থায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী সবুজ সংকেত না দেয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল করবে না।’
এদিকে দুপুর ২টার দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রেললাইন অবরোধকারীদের ধাওয়া দিলে তারা ওই এলাকা থেকে সরে গিয়ে অন্যত্র অবস্থান নেয়।
প্রসঙ্গত, হাইকোর্টগত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়।
ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এই নির্দেশ দেয়া হয়। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।