নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মদন উপজেলার দৌলতপুর গ্রামের শফিকুল ইসলাম।
র্যাব-১৪ অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাই চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নরসিংদী সদর উপজেলার শিক্ষা চত্বর এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পরের দিন শুক্রবার দুপুরের দিকে র্যাব-১৪ অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার আবদুল হাই চৌধুরীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ সেপ্টেম্বর রাতে মদন উপজেলায় এক নারীকে ধর্ষণ করেন শফিকুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২০ সেপ্টেম্বর মদন থানায় ধর্ষণের মামলা করেন।
ওই মামলার পর র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেপ্তারে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১১, সিপিএসসির সহায়তায় অভিযান চালিয়ে নরসিংদী সদর থানাথীন শিক্ষা চত্বর এলাকা থেকে ওই মামলার আসামি শফিকুলকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেপ্তার আসামিকে নেত্রকোণার মদন থানায় হস্তান্তর করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ধর্ষণ মামলার আসামি শফিকুল ইসলামকে শুক্রবার দুপুরের দিকে নেত্রকোণার আদালতে সোপর্দ করা হয়।