জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফসানা করিম রাচি নিহত হওয়ার ঘটনায় রিকশাচালককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মশাল মিছিল করেছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে বটতলা এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নিহত আফসানা করিমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা। পরে তারা সেখানে একটি সমাবেশ করেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ‘আমাদের দাবি ছিল এগারোটি। তার মধ্যে কিছু কিছু দাবি রয়েছে যেগুলোর প্রক্রিয়া শেষ হতে একটু বেশি সময় লাগবে। এজন্য আমরা রাচিকে ধাক্কা দেয়া ঘাতক রিকশাচালককে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার এক দফা দাবিতে মশাল মিছিল করেছি।’
তিনি বলেন, ‘আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু প্রশাসন এখনও খুনিকে শনাক্ত করতে পারেনি। আমরা কাল যখন উপাচার্যের কাছে গিয়েছিলাম তখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি।
‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘাতক রিকশাচালককে আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমরা উপাচার্যকে দুদিন সময় দিতে চাই। এর মধ্যে দাবি পূরণ না হলে রোববার থেকে পুনরায় কর্মসূচি চলবে।’
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নিসা মীম বলেন, ‘রাচির হত্যাকারীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নেব না।’