ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে বুধবারের মতো বৃহস্পতিবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
আজ সকাল ৯টা থেকে রিকশাচালকরা রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, বসিলা, শেওড়াপাড়া ও ডেমরা এলাকায় একযোগে সড়ক অবরোধ করেন।
এ অবরোধের ফলে ওইসব এলাকা এবং সংযোগ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
অনেক যাত্রী বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন। কেউ কেউ বাসায় ফিরে যেতে বাধ্য হন।
ব্যাটারিচালিত রিকশাচালকরা মহাখালীর রেলপথও অবরোধ করেন। ফলে সকাল ১০টার পর থেকে কোনো ট্রেন ঢাকায় ঢোকেনি। আবার ঢাকা থেকেও কোনো ট্রেন ছেড়ে যায়নি।
রাজধানীর মিরপুর এলাকায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সাবেক সাধারণ সম্পাদক ও যুব ফ্রন্ট নেতা রাশেদ শাহরিয়ারকে সড়ক অবরোধের নেতৃত্ব দিতে দেখা যায়। বাকি সড়কগুলোতেও যুব ফ্রন্টের নেতারা এ অবরোধের নেতৃত্ব দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
সড়ক অবরোধ শুরুর কিছুক্ষণ পর পুলিশ তাদের বারবার অনুরোধ করলেও সড়ক অবরোধ ছাড়েননি তারা।
এ বিষয়ে ট্রাফিক-গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, মহাখালী মোড়ে সকাল সাড়ে ৯টার পর প্রায় দেড় থেকে দুই হাজার ব্যাটারিচালিত রিকশাচালক সড়ক অবরোধ করেন, তবে তারা কেউ রিকশা নিয়ে আসেননি। হেঁটে এসে হঠাৎ অবরোধ শুরু করেন তারা।
তিনি বলেন, ‘পুলিশের পক্ষ থেকে তাদের বুঝিয়ে সড়ক অবরোধ ছেড়ে দিতে বলা হলেও তারা সরেননি। এতে মহাখালী, তেজগাঁও, বনানী, গুলশান ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।’
গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।
প্যাডেলচালিত রিকশা সমিতির করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।