বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ২০ নভেম্বর, ২০২৪ ১৫:৫০

একটি সূত্র জানায়, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর প্রতিক্রিয়া জানিয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বুধবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

বেলা পৌনে তিনটা থেকে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।

ঠিক কী কারণে এ ঘটনার সূত্রপাত, সেটি জানা যায়নি।

বেলা সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখার সময় সায়েন্স ল্যাব মোড়ে দুই পক্ষের ইট-পাটকেল ছোড়াছুড়ি চলছিল।

সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে অবস্থান নেন। আর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সেনাবাহিনীর সদস্যরা মাঝখানে অবস্থান নিয়ে দুই পক্ষকে নিবৃ্ত্ত করার চেষ্টা করছেন।

পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে দৌড়ে আসেন। ওই সময় ঢাকা কলেজ শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে অবস্থান নিলে সিটি কলেজের শিক্ষার্থীরা পালিয়ে যান।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে ইট-পাটকেল ছুড়ে মারেন। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দেন।

শিক্ষার্থীদের এ সংঘর্ষের জেরে বেলা পৌনে তিনটা থেকে সায়েন্স ল্যাবসহ আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একটি সূত্র জানায়, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর প্রতিক্রিয়া জানিয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ বিভাগের আরো খবর