যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল মঙ্গলবার থেকে সে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের কনস্যুলার ফি জমা দেয়ার ব্যবস্থা করেছেন।
কনস্যুলেট জেনারেলের সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব করার অংশ হিসেবে এ সেবা চালু হলো।
নিউ ইয়র্কের কনসাল জেনারেলের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের সরকার নির্ধারিত ফি জমা দেয়ার ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য ৩ শতাংশ ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। একই সঙ্গে মানি অর্ডারের মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থাও বহাল থাকবে।
সেবাগ্রহীতাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি ফি পরিশোধের এ সুবিধা গ্রহণের জন্য কনসাল জেনারেলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। গেল সেপ্টেম্বরে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে খরচ করেছেন ৭৭ কোটি টাকা। এর ফলে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেল ভারত।