জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশার ধাক্কায় প্রথম বর্ষের ছাত্রী আফসানা করিম রাচি নিহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসে অবরোধ পালন করছেন শিক্ষার্থীরা।
তারা বুধবার ফটকে তালা ঝুলিয়ে বসে এ কর্মসূচি শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কাছে মঙ্গলবার ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের ছাত্রী আফসানা নিহত হন।
এ ঘটনার প্রতিবাদে ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
দোষীদের শাস্তি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ কর্তৃপক্ষ আট দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তরা।
আন্দোলন চলাকালে ক্যাম্পাসে কোনো যানবাহন ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছে না।
রিকশার ধাক্কায় গতকাল নিহত আফসানা রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী ও বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, আফসানা রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় দ্রুতগতিতে আসা ব্যাটারিচালিত একটি রিকশা তাকে সজোরে ধাক্কা দেয়।
আহত অবস্থায় আফসানাকে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।