ঢাকার ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় প্রথম গাড়িটির চালক ও সহকারী নিহত হয়েছেন।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক শওগাতুল আলম রোববার বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপের চালক জামালপুর জেলার বাসিন্দা কাঞ্চন (২৩)। তার সহকারী নেত্রকোণা জেলার বাসিন্দা আশরাফুল (১৯)। তাদের স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় পৌঁছালে গাড়ির ত্রুটি দেখা দেয়। ওই সময় চালক পিকআপটি সড়কের পাশে থামান। পিকআপের পেছনে চালকের সহকারী দাঁড়িয়ে সিগন্যাল (সংকেত) দিতে থাকেন, যাতে পেছন থেকে কোনো গাড়ি এসে ধাক্কা না দেয়।
এর পরও একটি দ্রুতগতির ট্রাক সহকারীকে চাপা দিয়ে পিকআপকে ধাক্কা দেয়। ওই সময় ঘটনাস্থলেই পিকআপ চালকের সহকারী ও চালক নিহত হন। খবর পেয়ে ট্রাকটি জব্দ করা হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক সওগাতুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়। ধামরাই থানায় এজাহার হলে আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।
‘এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।’