রাজধানীর শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণীর ক্যান্টিন আনাস হোটেলের পূর্ব পাশ থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারী এবং ৬৫ বছরের ওই পুরুষকে শনিবার বিকেল সাড়ে ৩টা ও ৪টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহফুজ বলেন, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন। তারা ভিক্ষাবৃত্তি করতেন এবং এখানেই ঘুমাতেন। তারপরও সিআইডির ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে তাদের পরিচয় জানার চেষ্টা করা হবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।