বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীর খাল পুনরুদ্ধার করে ব্লু নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা

  • বাসস   
  • ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:০৭

ওয়ার্কিং গ্রুপের প্রধান ও ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজ চৌধুরী শুক্রবার বাসসকে বলেন, “রাজধানীর খালগুলোকে বেআইনি দখল থেকে পুনরুদ্ধার করার পর আমরা  ‘ব্লু নেটওয়ার্ক’ গড়ে তোলার পরিকল্পনা করেছি।”

রাজধানীর দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করে ‘ব্লু নেটওয়ার্ক’ গড়ে তোলার জন্য গঠিত ১১ সদস্যের ওয়ার্কিং গ্রুপ স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে প্রস্তুতি গ্রহণ করেছে।

ওয়ার্কিং গ্রুপের প্রধান ও ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজ চৌধুরী শুক্রবার বাসসকে বলেন, “রাজধানীর খালগুলোকে বেআইনি দখল থেকে পুনরুদ্ধার করার পর আমরা ‘ব্লু নেটওয়ার্ক’ গড়ে তোলার পরিকল্পনা করেছি।”

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে রাজউক কাজ করেছে। ইতোমধ্যে একটি কনসেপ্ট পেপার, গবেষণা ও সমীক্ষা তৈরি হয়েছে।

‘সব অংশীজনের সঙ্গে আলোচনা করে আমরা স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে যাচ্ছি।’

পারভেজ চৌধুরী জানান, স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তারা শিগগিরই ব্লু নেটওয়ার্ক বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং মধ্যমেয়াদে পরিকল্পনা বাস্তবায়নে কিছু বাজেটের প্রয়োজন হবে।

তিনি বলেন, ‘যদি খালগুলো ভবন ও স্থাপনাসহ দখল হয়ে যায়, তাহলে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেব। কারণ এ জন্য অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং এ জন্য বাজেট প্রয়োজন হবে।’

রাজধানীর খালের প্রাপ্ত পরিসংখ্যান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত সরকারিভাবে ৫০টি খাল থাকার তথ্য পেয়েছি, তবে সংখ্যা বেশি হতে পারে।’

আগামী ২৩ ও ২৪ নভেম্বর ওয়ার্কিং গ্রুপ বৈঠকে বসতে যাচ্ছে জানিয়ে পারভেজ বলেন, ‘গ্রুপের সদস্যরা শিগগিরই সরেজমিনে খাল পরিদর্শন করবেন।’

এ বিভাগের আরো খবর