দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে চার সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন করেছে অন্তর্ভুক্তি সরকার।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে চার সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।