রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
মরদেহ নিয়ে আসা চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন বলেন, আমরা লোক মারফত খবর পেয়ে বকশিবাজারে নবকুমার ইনস্টিটিউটের বিপরীতে আলিয়া মাদ্রাসার মাঠের কোনায় পড়ে থাকা আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করি।
‘আশপাশের লোকজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, এই নারী ওই এলাকায় ঘোরাফেরা করতেন এবং ওই মাঠের কর্নারে ঘুমাতেন। তবে চার-পাঁচদিন ধরে তাকে কোথাও ঘোরাফেরা করতে দেখেননি তারা।’
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা করা হবে।