রাজধানীর ডেমরায় অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ ইউসুফ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি একটি ফলের দোকানের কর্মচারী ছিলেন।
বামৈল এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা ইউসুফকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
দোকান কর্মচারীকে ঢামেকে নিয়ে আসা তার মেয়ে নিপা আক্তার বলেন, ‘আমার বাবা ডেমরার কোনাপাড়া এলাকায় একটি ফলের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। গত রাতে কর্মস্থল থেকে হেঁটে বাসায় ফেরার পথে একটি অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন।
‘লোক মারফত খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বাবাকে মৃত বলে জানান।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামে।’
নিপা জানান, তাদের পরিবার ডেমরার বামৈল এলাকার একটি ভাড়া বাসায় থাকে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।