বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাতক্ষীরার সড়কে প্রাণ গেল তিন বাইক আরোহীর 

  • ইউএনবি   
  • ৭ নভেম্বর, ২০২৪ ১২:৪৩

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো তিনজন হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালার সুজনশাহ গ্রামের আবদুল আজিজের ছেলে আবদুস সেলিম (৩৫)।

বিসিক শিল্পনগরী এলাকার অ্যাডভোকেট আবদুর রহমান কলেজ মসজিদের মোয়াজ্জিন জানান, তিনি ফজরের আজান দেয়ার জন্য মসজিদে প্রবেশ করার সময় বাইরে বিকট শব্দ হয়। আজান শেষে তিনি কলেজের দুই সিকিউরিটিকে নিয়ে বাইরে এসে দেখেন দুর্ঘটনাকবলিত তিনজন লোক রাস্তার ওপর পড়ে আছেন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত তিনজনের দেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর