ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে অসুস্থ পড়ার পর সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ বোধ করায় তাকে ঢামেক হাসপাতালে নেয় ডিবি পুলিশ। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি করে নেয়া হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মো. মোজাহিদ জানান, ডিবি কার্যালয়ে শাজাহান খানকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, সোমবার বিকেলে শাজাহান খানকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) নেয়া হয়। পরে অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।
দায়িত্বরত চিকিৎসক তৌকির আহামেদ বলেন, ‘শাজাহান খানের ইসিজি করা হয়েছে। উচ্চ রক্তচাপ পাওয়া গেছে। এমনিতেই তার ডায়াবেটিস ও হার্টের সমস্যা রয়েছে। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠানো হয়। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।’