নেত্রকোণা জেলা শহরের সাতপাই (বিএডিসি) এলাকার বাসিন্দা, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম মঈনউদ্দীনের মা মাহমুদা খানম (৮০) আর নেই।
বার্ধক্যজনিত অসুস্থতা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পরে বৃহস্পতিবার জেলা শহরের সাতপাই রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে তার প্রথম জানাজা হয়।
নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের বাঘরুয়া গ্রামের বাড়িতে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাহমুদা খানমের দাফন হয়।
মাহমুদা খানম দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।