বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিরপুরে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ পোশাকশ্রমিক গুলিবিদ্ধ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩১ অক্টোবর, ২০২৪ ১৫:১৬

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি কাফরুল থানা অবগত আছে।

রাজধানীর মিরপুরে যৌথবাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষে এক নারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

মিরপুর ১৪ নম্বর এলাকায় বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন সেনটেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আল আমিন হোসেন ও ঝুমা আক্তার।

সেনটেক্সের শ্রমিকরা জানান, একই এলাকার মৌসুমি গার্মেন্টস কর্তৃপক্ষ বুধবার রাতে হঠাৎ কারখানা বন্ধ করে দেয়। সে জন্য আজ সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেয়া হয়। তখন সব শ্রমিক একসঙ্গে রাস্তায় অবস্থান নেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর একপর্যায়ে সংঘর্ষ হলে আল আমিন ও ঝুমা গুলিবিদ্ধ হন।

আল আমিনের সহকর্মী মোহাম্মদ কবির হোসেন জানান, গুলিবিদ্ধ আল আমিনের বাড়ি খুলনায়। তিনি মিরপুর-১৪ নম্বরের বিআরপি এলাকায় থাকেন। সকালে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আল আমিন বাসায় যাওয়ার সময় তার পিঠে গুলি লাগে।

গুলিবিদ্ধ ঝুমা সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করেন। তার ডান পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছেন বড় বোন মর্জিনা বেগম।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি কাফরুল থানা অবগত আছে।

এদিকে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

ওই সময় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

এ বিভাগের আরো খবর