পার্বত্য রাঙ্গামাটির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আগামী ১ নভেম্বর থেকে জেলাটিতে পর্যটকদের আগমনের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা নির্দ্বিধায় রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন বলে জানান তিনি।
এদিকে জেলায় পর্যটক আগমনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন উদ্যোক্তারা।
রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারি পর্যটন কেন্দ্রগুলো জেলায় ভ্রমণে আসা পর্যটকদের আতিথেয়তা দিতে সব প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটিসহ তিন জেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।