সাংবিধানিক বিষয়ে সরকারের তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঐক্য ধরে রাখতে যেকোনো মূল্যে অশুভ মহলের চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
দেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা বিনিময়কালে তারেক রহমান এই আহ্বান জানান।
দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগীদের প্রচারিত কোনো ষড়যন্ত্র বা গুজবে বিভ্রান্ত না হতে তিনি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানান।
বিএনপির এই দ্বিতীয় শীর্ষ নেতা বলেন, ‘হাজার হাজার আহত মানুষের আর্তনাদ ও বহু মানুষের রক্তের বিনিময়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।’
‘আমি বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলে ষড়যন্ত্র করে কেউ জনগণের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না।’
তারেক রহমান বলেন, ‘বিএনপি চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন ব্যর্থ না হয়। কারণ এ ধরনের ব্যর্থতা গণতন্ত্রপন্থী ও বাংলাদেশের সমর্থক শক্তির জন্য একটি ধাক্কা হিসেবে গণ্য হবে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনকি সরকারের মধ্যেও নানা আলোচনা-বিশ্লেষণ চলছে। বর্তমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার কেন শপথ নিয়েছে বা বিপ্লবী সরকার কিনা তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন।
‘গঠন প্রক্রিয়া নিয়ে এমন প্রশ্ন সরকারের গতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে এবং এর উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে পারে।’
তারেক রহমান বলেন, ‘বিএনপি মনে করে, জাতীয় নিরাপত্তা বা সাংবিধানিক বিধানের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বিষয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে তড়িঘড়ি সিদ্ধান্ত পরিহার করা অপরিহার্য। পরিবর্তে, একটি সুচিন্তিত ও সুবিবেচিত পদ্ধতি অনুসরণ করা উচিত, যাতে ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয়।’
শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য দেখা দিলেও বিএনপির এই নেতা বলেন, ‘আমি বিশ্বাস করি যে আমাদের লক্ষ্য একই- বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা। তাই বিএনপি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কোনো জায়গা দেখছে না।’
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৯ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।