কিশোরগঞ্জের ভৈরবে র্যাব সদস্যদের দেখে ১৪৪ বোতল বিদেশি মদ রেখে পালিয়ে গেছেন দুই মাদক কারবারি।
পরে একটি বসতবাড়ি থেকে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
এ বিষয়ে র্যাব ক্যাম্পের কমান্ডার মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।
এতে জানানো হয়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার গভীর রাতে ভৈরব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডস্থ ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। ওই সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারি ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ভাড়াটিয়া ফরহাদ মিয়া (৩০), দুঃখু মিয়া উরফে আসাদ মিয়া (৪৫) বিদেশি মদ রেখে পালিয়ে যান। পরবর্তী সময়ে স্থানীয় লোকজনের সামনে ঘটনাস্থল দুঃখু মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধারের পর জব্দ করা হয়।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে মাদক কারবার পরিচালনা করছে।
তিনি জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।