বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদান পিছিয়ে ১ জানুয়ারি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৮ অক্টোবর, ২০২৪ ২০:২০

৪৩তম বিসিএসে গত ১৫ অক্টোবর দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর আগে তাদের চাকরিতে যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৭ নভেম্বর।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ জানুয়ারি যোগদান করতে বলেছে সরকার। এর আগে তাদের চাকরিতে যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৭ নভেম্বর।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে প্রশাসন ক্যাডারে ২৯৩, পুলিশ ক্যাডারে ৯৬, পররাষ্ট্র ক্যাডারে ২৫, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩২ ও তথ্য ক্যাডারে ২২ জনসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়।

গত বছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে মোট দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। সুপারিশকৃতদের মধ্যে ক্যাডার দুই হাজার ১৬৩ জন ও নন-ক্যাডার ৬৪২ জন।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ২০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ফলাফলে ১৫ হাজার ২২৯ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হন। এই পরীক্ষায় অংশ নিতে মোট চার লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী আবেদন করেন।

পিএসসি ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে। গত বছরের ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন নয় হাজার ৮৪১ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বরে। সে হিসাবে প্রায় চার বছর পর নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে।

এ বিভাগের আরো খবর