বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেনাপোল দিয়ে হঠাৎ যাত্রী পারাপার বন্ধে ভোগান্তি

  • প্রতিনিধি, বেনাপোল (যশোর)   
  • ২৭ অক্টোবর, ২০২৪ ১৪:২২

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঞা বলেন, ‘পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়ে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের জন্য আসছেন সে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নিরাপত্তার জন্য আমদানি-রপ্তানিসহ যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। দুপুর দুইটার পর যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে বলে উনারা জানিয়েছেন।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে আমদানি-রপ্তানিসহ দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

যাত্রী পারাপার রোববার সকাল ৯টা থেকে বন্ধ রেখেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সন্ধ্যা পর্যন্ত এ পথে বাণিজ্য বন্ধ থাকবে।

যাত্রী যাতায়াত বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় শত শত পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছেন। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

দূরদুরান্ত থেকে আসা যাত্রীরা এসেছেন ভারতে যাওয়ার উদ্দেশ্যে। অথচ বন্দরে এসে শুনেছেন যে, ভারতে প্রবেশ করা যাবে না।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সে দেশের পেট্রাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন। তারপর পেট্রাপোল ইমিগ্রেশন তাদের কার্যক্রম শুরু করবে।

ভারতগামী যাত্রী অনিমেষ চক্রবর্তী বলেন, ‘চিকিৎসার জন্য পরিবার নিয়ে ভারতে যাওয়ার জন্য এসেছি। বেনাপোল বন্দরে আসার পর শুনছি দুইটার আগে ভারতে যাওয়া যাবে না। ‘পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের পর তারা যাত্রী নেবে বলে শুনছি।’

অন্য এক যাত্রী কমলা রানী বলেন, ‘আমি ঢাকা থেকে আসছি; ভারত যাব। এসেই পড়েছি বড় বিপদে। ভারতের পেট্রাপোল বর্ডারে কী কী নাকি উদ্বোধন হবে।

‘সে জন্য আমরা যেতে পারছি না। দুপুরের দিকে যাওয়া যাবে বলে ইমিগ্রেশনের স্যারেরা বলছেন।’

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক রাশেদুল সজীব নাজির বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওপারের পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন আজ। তার নিরাপত্তাজনিত কারণে গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে সে দেশের ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হবে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঞা বলেন, ‘পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়ে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের জন্য আসছেন সে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নিরাপত্তার জন্য আমদানি-রপ্তানিসহ যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। দুপুর দুইটার পর যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে বলে উনারা জানিয়েছেন।’

এ বিভাগের আরো খবর