বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নরসিংদীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত

  • ইউএনবি   
  • ২৬ অক্টোবর, ২০২৪ ১৬:১৬

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, পঁচারবাড়ী এলাকায় দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে কারোরই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে বিস্তারিত বলা যাবে।

নরসিংদীর শিবপুরে সিএনজিচালিত আটোরিকশায় ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন।

উপজেলার ইটাখোলা-কটিয়াদী সড়কের পঁচারবাড়ী এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত লোকজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শিবপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নারী-পুরুষসহ পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। সেটি শিবপুরের পঁচরাবাড়ী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক একে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক ও পাঁচ যাত্রীসহ ছয়জন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, পঁচারবাড়ী এলাকায় দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে কারোরই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে বিস্তারিত বলা যাবে।

এ বিভাগের আরো খবর