বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৬ অক্টোবর, ২০২৪ ১৪:৫৮

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে বাবুলের দেহের ৬৬ শতাংশ, শেলির ৩০ শতাংশ, সোহেলের ৭০ শতাংশ, মুন্নির ২০ শতাংশ, ইসমাইলের ৫৫ শতাংশ ও তাসলিমার ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী, শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

ডহরগাঁও এলাকার একটি বাসায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ ছয়জনকে গতকাল রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়।

দগ্ধরা হলেন মো. বাবুল (৪০), মোছাম্মৎ শেলি (৩৫), মো. সোহেল (২০), মোসাম্মৎ মুন্নি (১৮), মো. ইসমাইল (১১) ও তাসলিমা (৯)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে বাবুলের দেহের ৬৬ শতাংশ, শেলির ৩০ শতাংশ, সোহেলের ৭০ শতাংশ, মুন্নির ২০ শতাংশ, ইসমাইলের ৫৫ শতাংশ ও তাসলিমার ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা বাবুলের চাচা মোগল মিয়া জানান, দগ্ধদের মধ্যে চারজন রূপগঞ্জের ফকির ফ্যাশন লিমিটেড নামের পোশাক শ্রমিক। ওই ছয়জন একই বাসায় ভাড়া থাকতেন।

তিনি জানান, রাতে কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়, যার ফলে বাসার সবাই দগ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজে জমা গ্যাসে মশার কয়েল ধরাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিভাগের আরো খবর