ঢাকা রেলওয়ে স্টেশনের কাছে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনের সময়সূচির বিপর্যয় এখনও কাটেনি।
দুটি ট্রেনের যাত্রা বাতিলের পাশাপাশি পাঁচ থেকে ছয় ঘণ্টা বিলম্বে ছাড়া হচ্ছে বাকি ট্রেনগুলো।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিলম্বের কারণে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এর একটি হচ্ছে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস। এটির যাত্রার সময় ছিল বেলা ১১টা ১৫ মিনিটে। আর অন্যটি জামালপুরের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস। ঢাকা থেকে ট্রেনটির যাত্রার সময় ছিল বিকেল ৪টা ৪৫ মিনিটে।
সময়সূচিতে বিপর্যয়ের মধ্যে শুক্রবার দিনভর ট্রেন চলাচল করলেও কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি, তবে যেসব যাত্রী বিলম্বিত ট্রেনে যেতে চাননি, তাদের টিকিট ফেরত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গিয়ে স্টেশন এলাকাতেই দুর্ঘটনায় পড়ে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস।
রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেনের ছয়টি বগি লাইন থেকে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ১৫০ মিটারের মতো রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।