বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ভৈরব থানায় করা মামলার আসামি পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল আলমকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বাসা শহরের জগন্নাথপুর এলাকায়।
শহরের জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কিছু দুর্বৃত্ত আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে এবং এতে বেশ কিছু ছাত্র আহত হয়।
এ ঘটনায় মামুন মিয়া (৩১) নামের এক ব্যক্তি বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করেন। সে মামলার আসামিকে ধরতে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল দুপুরের দিকে শহরের জগন্নাথপুর এলাকায় অভিযান চালায়। ওই সময় এজাহারভুক্ত আসামি আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তি ছাত্রদের ওপর হামলার অভিযুক্ত অন্যতম আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।