অন্তর্বর্তী সরকার কর্তৃক নিষিদ্ধের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।
রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে ভোরে সংগঠনটির ২০ জন নেতা-কর্মী মিছিলটি শুরু করেন।
মিছিলটি ধানমন্ডি ৩২ হয়ে শুক্রাবাদ-সোবহানবাগ মোড় ঘুরে ৩২ নম্বরে এসে শেষ হয়।
মিছিলে ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান জনি, সহসভাপতি ওয়ালিউল সুমন, সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজিব, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কৃষি সম্পাদক মোহাম্মদ হুসেন, উপ-শিক্ষা সম্পাদক রিয়াজুল ইসলাম, উপ-ত্রাণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপ-গণশিক্ষা সম্পাদক মুস্তাকিম, উপ-সম্পাদক সেলিম রেজা ও সাবেক সহ-সম্পাদক লাভলু অংশ নেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উদ্যোগে মোহাম্মদপুরে আর একটি বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।
হত্যা-নির্যাতন-ধর্ষণ-যৌন নিপীড়ন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার দায়ে বুধবার ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি করে অন্তর্বর্তী সরকার।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার সময় বেঁধে দেয়া হয়।