বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘূর্ণিঝড় ‘দানা’: সাতক্ষীরা উপকূলে বৃষ্টি, ৮৮৭ আশ্রয়কেন্দ্র চালু

  • ইউএনবি   
  • ২৪ অক্টোবর, ২০২৪ ১২:০০

ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে ৮৮৭টি আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৪ লাখ ৪৩ হাজার মানুষ থাকতে পারবে।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে সাতক্ষীরায়।

জেলায় ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে ৮৮৭টি আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৪ লাখ ৪৩ হাজার মানুষ থাকতে পারবে।

শিশু খাদ্য, শুকনা খাবার, সুপেয় পানিসহ জরুরি ত্রাণ, জিও ব্যাগ ও ট্রলার প্রস্তুত রাখা হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলার সব দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

সাতক্ষীরায় প্রায় ৭০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এসব বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা চলছে।

আবহাওয়া অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাতক্ষীরায় ভারি বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী এলাকায় নদীর পানি বাড়বে। ঘূর্ণিঝড়ের গতিপথ ভারতের দিকেই এগোচ্ছে। ঝড়ের তেমন কোনো প্রভাব সাতক্ষীরা অঞ্চলে ফেলবে না, তবে ঝোড়ো বাতাস বইবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ৮৮৭টি আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর