জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণায় বিলম্বের কারণে দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সন্দেহের চোখে দেখছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বুধবার রাজধানীর ডেমরায় এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে বলতে চাই- আপনি সংস্কার কার্যক্রম চালিয়ে যান। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এতো দ্বিধা কেন? গণতন্ত্র মানে যাই ঘটুক না কেন মানুষকে পরিষ্কারভাবে জানাতে হবে। কারণ তাদের এসব বিষয়ে সন্দেহ আছে।’
রিজভী বলেন, ‘সরকার রাষ্ট্রীয় সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করেছে, তবে প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা বা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কতদিন সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
‘জনগণ সরকার গঠনের জন্য তাদের প্রতিনিধি ও দল বেছে নিতে ১৫ বছর ধরে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে। স্বচ্ছতা ও রোডম্যাপ থাকা গণতন্ত্রের দুটি অপরিহার্য শর্ত। আপনি সময়সীমা নিয়ে দ্বিধায় আছেন এবং জনগণ এটিকে কিছুটা সন্দেহের চোখে দেখছে।’
শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাতজনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ডেমরার কোনাপাড়ায় ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তিনি আমাদের দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছেন। কিন্তু তার আগে ভাবতে হবে কী করলে জনজীবন সহজ হতে পারে এবং কোথায় মানুষ স্বস্তি খুঁজে পায়। নিম্ন আয়ের মানুষ যাতে ঠিকমতো খেতে পারে তা নিশ্চিত করতে বাজার নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে।’
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা অনেক পণ্যে শুল্ক কমিয়েছেন, কিন্তু বাজারে কোনো প্রভাব পড়েনি। বাজার সিন্ডিকেটের কারণে চিনি, চাল, ভোজ্যতেল ও পেঁয়াজের দাম কমেনি। বাজার নিয়ন্ত্রণে আওয়ামী সিন্ডিকেটের এসব সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন।’
‘অন্যথায় তা হবে গণতন্ত্র ও আন্দোলনের চেতনা এবং জীবন উৎসর্গকারীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’
রিজভী বলেন, ‘শেখ হাসিনা তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সম্ভাব্য সব ধরনের পদ্ধতি ব্যবহার করেছিলেন। তিনি প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনেননি। বরং যারা তার বিরোধিতা করেছিল তাদেরকে তিনি কারারুদ্ধ করেছিলেন। এরপরও ক্ষমতা আঁকড়ে থাকতে ব্যর্থ হলে তিনি হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন- যা বিশেষ করে জুলাই ও আগস্ট মাসে স্পষ্ট হয়েছে।’