রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বুধবার জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
চলমান সংলাপের অংশ হিসেবে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদচ্যুত করতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার আয়োজিত ছাত্র জমায়েত থেকে এই ঘোষণা দেন প্ল্যাটফর্মটির সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি ১৯৭২ সালে প্রণীত সংবিধান বাতিলসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।
ঘোষিত সময়সীমার মধ্যে এসব দাবি মেনে নেয়া না হলে শিগগিরই রাজপথে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এমন বাস্তবতায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারপ্রধানের প্রেস সেক্রেটারি বলেন, ‘বারবার বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আমাদের প্রচুর কথা হচ্ছে এবং এটার অংশ হিসেবে আজকে কথা হয়েছে।’
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আবারও বলছি, আমাদের সাথে তো ওদের (বিএনপি) অনেকগুলো মিটিং হয়েছে। আজকেও একটা মিটিং ছিল। ডায়ালগের পার্ট হিসেবে মিটিং হয়েছে।’
কী আলোচনা হয়েছে জানতে চাইলে শফিকুল বলেন, ‘আমরা আবারও বলছি, কোনো কিছু হলে কোনো ডেভলপমেন্ট হলে আপনারা জানবেন। কোনো কাউন্সিল অফ অ্যাডভাইজার যদি কোনো ধরনের কোনো মিটিং করেন, আপনারা জানেন উইকলি মিটিং কালকে (বৃহস্পতিবার) আছে, বাট এগুলা বিষয়ে আমি বলব, আজকে বিএনপির সাথে যে মিটিংটা হয়েছে, সে মিটিংটা ছিল চলমান ডায়ালগের একটা পার্ট।’
তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয় নাই।’
উত্তরে শফিকুল আলম বলেন, ‘জ্বি।’