বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে তিনশ’ শিক্ষার্থী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২১ অক্টোবর, ২০২৪ ১৭:৫৮

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ঘোষিত ডিএমপি ট্রাফিক পক্ষের কার্যক্রমে প্রাথমিকভাবে তিনশ’ শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে। এই সংখ্যা পরবর্তীতে আরও বাড়ানো হবে।

সম্মানীর ভিত্তিতে পুলিশের সঙ্গে ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে তিনশ’ শিক্ষার্থী কাজ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানিয়েছেন, ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ঘোষিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পক্ষের কার্যক্রমে প্রাথমিকভাবে তিনশ’ শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে। এই সংখ্যা পরবর্তীতে আরও বাড়ানো হবে।

সোমবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘ডিএমপির ট্রাফিক পক্ষ-২০২৪’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রথম অবস্থায় যে তিনশ’ শিক্ষার্থী ট্রাফিক পক্ষে কাজ করবেন তাদের সম্মানী দেয়া হবে। এ সম্মানীটা এখানে বলতে চাচ্ছি না। তবে একটি রিজনেবল সম্মানী তারা পাবেন।’

তিনি বলেন, ‘ঢাকার রাস্তাগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় যানবাহন চাপ বহন করতে হিমশিম খাচ্ছে। ঢাকায় যে পরিমাণ রাস্তা থাকা দরকার বাস্তবে তা নেই। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের ঢাকামুখিতা কমানো যাচ্ছে না।

‘দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো বৃদ্ধি পেলেও পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন উল্লেখযোগ্যভাবে হয়নি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একই সড়কে রিকশা, ঠেলাগাড়িসহ অসংখ্য যানবাহন চলাচল করে। মানুষ তার প্রয়োজনে এসব যানবাহনের দ্বারস্থ হচ্ছে। ফলে ঢাকা মহানগরীতে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন কঠিনতর হচ্ছে।

‘অপরদিকে সময়ে সময়ে বিভিন্ন দাবি-দাওয়ার কারণে সড়কে শৃঙ্খলা ভেঙে যাচ্ছে এবং বৈধ-অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজট দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্পৃক্ত করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। তবে শুধু সরকার কিংবা পুলিশের মাধ্যমে কাজ করে ঢাকার ট্রাফিক ব্যবস্থার আশানুরূপ উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রয়োজন নগরে বসবাসকারী প্রতিটি মানুষের সস্পৃক্ততা।’

এ সময় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘৫ আগস্টের পর কিছুদিন দেশ প্রশাসনবিহীন অবস্থায় ছিল। সে সময় দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেয়। সে সময়টাতে খারাপ অভিজ্ঞতা থেকে নগরবাসীকে রক্ষা করে শিক্ষার্থীরা।’

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, আইজিপি মো. ময়নুল ইসলাম প্রমুখ।

ট্রাফিক পক্ষ উদ্বোধন উপলক্ষে একটি শোভাযাত্রা রাজারবাগ ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে রাজারবাগ পুলিশ লাইন্সে এসে শেষ হয়।

এ বিভাগের আরো খবর