কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার আদালতে উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পুলিশ প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত জেড আই খান পান্নাকে আগাম জামিন দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম।
রাজধানীর খিলগাঁও থানায় করা এই মামলায় অন্যতম আসামি হিসেবে আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এই মামলায় মোট ১৮০ জন আসামির মধ্যে ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার।