ট্যাপা জাকিরকে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতেই তাকে সাভার মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়।
ঢাকার অদূরে সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ অন্তত আটটি মামলার আসামি আলোচিত ট্যাপা জাকির ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের কথিত ভাগ্নে।
শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ট্যাপা জাকিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে গভীর রাতে আসামিকে সাভার মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, শনিবার রাতে রাজধানী থেকে গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করেছে। রাতেই গোয়েন্দা পুলিশ আসামিকে সাভার মডেল থানায় হস্তান্তর করে। জাকিরকে আদালতে পাঠানো হচ্ছে।